উইন্ডোজ এর পাশাপাশি উবুন্টু ইন্সটল করেছেন ? কিন্তু উবুন্টু আনইন্সটল করতে পারছেন না !! নিয়ে নিন সহজ সমাধান ।

অনেকেই সখ করে উইন্ডোজ চালিত কম্পিউটার এ উবুন্টু ইন্সটল করেন।কিন্তু সখ শেষ হয়ে গেলে সবাই সঠিক ভাবে উবুন্টু আনইন্সটল করে পুরনো উইন্ডোজ  এ ফিরে যেতে পারেন না । তাই অনেকের গুরুত্বপূর্ণ অনেক কিছু অনিচ্ছা সত্তেও হারাতে হয় । আমার টিউনটা তাদের জন্য। অনেক কিছু বলে ফেললাম এখন কাজের কথায় আসি।

উবুন্টু আনইন্সটল করতে একটি উইন্ডোজ dvd অথবা বুটেবল pendrive লাগবে।

তাহলে কাজ শুরু করা যাক……

উইন্ডোজ dvd টা দিয়ে আপনার কম্পিউটারে  উইন্ডোজ সেটাপ এর মত করে sellect drive /perttion পর্যন্ত যান…সেখানে দেখতে পারবেন উবুন্তুর জন্য একটি আলাদা perttion আছে । ওটা ফরম্যাট করে দিন এবং আপনার কম্পিউটার রিস্টার্ট দিন । দেখবেন একটি ব্ল্যাক স্কিন আসছে।ভয় পায়েন না আবার। আপনার উইন্ডোজ সম্পূর্ণ ভাবে সুরক্ষিত আছে। এবার power বাটন দিয়ে পিসি off করুন । এবং পুনরায় উইন্ডোজ dvd দিয়ে  pc অন করুন ।

এখন এই কাজ গুলো খুব মনোযোগ দিয়ে করবেন…। অনেক সিম্পল ।

উইন্ডোজ dvd দিয়ে উইন্ডোজ ইন্সটল করার মত করে Lenguage sellect অপশন এর নিচে দেখবেন…

“Repair your windows” লিখা আছে ওটাতে ক্লিক করুন এবং দেখবেন autometic আপনার উইন্ডোজ ড্রাইভার show করতেছে continue তে ক্লিক করুন …।

দেখবেন অনেকগুলো option আছে …। আপনি command promot ওপেন করুন এবং নিচের কোড গুলো দিন …।।

bootrec /fixmbr ক্লিক enter

bootrec /fixboot ক্লিক enter

bootrec /rebuildbcd ক্লিক enter

কাজ শেষ …।। আপনার PC restart দেন। দেখবেন কোন সমস্যা ছাড়াই … আগের মত আপনার উইন্ডোজ স্টার্ট হচ্ছে। এবং আপনার কোন পুরনো data lost হয় নি।

Leave a comment